নরসিংদীতে ২ বাসের সংঘর্ষে নিহত ৪

নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহসড়কের শিবপুর উপজেলার সৈয়দনগর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেলা ১১টায় সৈয়দনগর স্ট্যান্ডে মনোহরদী থেকে নরসিংদীগামী একটি লোকাল বাসের ঢাকা থেকে ভৈরবগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আহত হন অন্তত ৩০ জন।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, লোকাল বাসের চালক সদর উপজেলার উত্তর নাগরিয়াকান্দি গ্রামের তাহের মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৪৫) এবং লোকাল বাসের যাত্রী জেলার শিবপুরের ঘোড়ারগাঁও গ্রামের আবদুল হকের ছেলে আলাউদ্দিন (৬০) ও শিবপুরের কারাচর এলাকার নাছির উদ্দিনের স্ত্রী রেহেনা বেগম (৪৫)।

আহতদের নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আরও দুইজনকে মৃত ঘোষণা করে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় এক শিশুসহ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চারজন ভর্তি আছেন নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাস দুটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top