‘নতুন ও বিপজ্জনক ধাপে’ বিশ্ব

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, সংক্রমণ বাড়ার মধ্যেও লকডাউনে মানুষ বিরক্ত হয়ে পড়ায় বিশ্ব করোনাভাইরাসের মহামারির একটি ‘নতুন ও বিপজ্জনক ধাপে’ প্রবেশ করেছে।

শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান টেডরস আধানম গ্রেব্রিয়েসাস এ সতর্কবার্তা দিয়েছেন।

করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত ৪ লাখ ৫৪ হাজারের বেশি মানুষ মারা গেছে। আর আক্রান্ত হয়েছে প্রায় ৮৪ লাখ মানুষ। প্রাদুর্ভাব কমে আসায় ইউরোপে লকডাউন বা নিষেধাজ্ঞা শিথিল শুরু করলেও আমেরিকা ও এশিয়ার কিছু দেশে ভাইরাসের সংক্রমণ বেড়ে চলছে।

লকডাউনের কারণে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে আক্রান্ত দেশগুলো। তাই করোনার সংক্রমণের মধ্যেই অনেক দেশ লকডাউন প্রত্যাহার করে নিয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, করোনার মহামারি এখনও বড় হুমকি হয়ে আছে।

টেডরস আধানম বলেন, ‘বিশ্ব একটি নতুন ও বিপজ্জনক ধাপে আছে। এটা ঠিক যে অনেক মানুষ বাড়িতে থেকে বিরক্ত হয়ে পড়েছে…তবে ভাইরাস এখনও দ্রুত গতিতে বিস্তার হচ্ছে।’

Share this post

scroll to top