নজরুল বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অায়োজনে ওয়ার্কশপ অনুষ্ঠিত

রাশেদুজ্জামান রনি, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হাইয়ার অ্যাডুকেশন কোয়ালিটি অ্যানহ্যান্সমেন্ট প্রজেক্ট- এর আওতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কনফারেন্স কক্ষে  বাংলাদেশের উন্নয়ন চ্যালেঞ্জ  পর্ব নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডীন কলা অনুষদ প্রফেসর ড.মো.সাহাবউদ্দিন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন  সানেমের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের প্রফেসর ড.সেলিম রায়হান । অনুষ্ঠানটি স্বাগত বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সহযোগী  অধ্যাপক মো.তানজিল হোসেন সঞ্চালনা করেন থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহকারী   অধ্যাপক মো.অাল জাবির ।স্বাগত বক্তব্য  মো.তানজিল হোসেন বলেন আমাদের বিশ্ববিদ্যালেয়র অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা এবং আমরা নতুন নতুন বিষয়  শিখতে আগ্রহী।আগামীতে  আরো নতুন নতুন বিষয় নিয়ে সেমিনার আয়োজন করা হবে এবং সবার প্রতি ধন্যবাদান্ত জ্ঞাপন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান  বলেন, দেশের অর্থনীতি উন্নয়ন করতে হলে সবাইকে সবার জায়গা থেকে সচেতন হতে হবে এবং অপচয় থেকে বেঁচে থাকতে হবে।তাহলেই দেশের অর্থনীতির উন্নয়ন হবে।
সেমিনারে আরো বক্তৃতা রাখেন বিভাগীয় প্রধান প্রফেসর  ড. মো. নজরুল ইসলাম  বলেন, আমাদের বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুলনায় বিভিন্ন স্থানে  ভালো করছে।যা সম্ভব হচ্ছে শিক্ষার্থীদের আগ্রহ এবং স্যারদের একান্ত প্রচেষ্টায়।তিনি আরো বলেন,ভবিষ্যৎতে শিক্ষা ক্ষেত্রে আরো ভালো ভূমিকা রাখবেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। এ সময় অারও উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো.বখতিয়ার উদ্দিন,সহকারী অধ্যাপক মো.শাহনেওয়াজ খান, সহকারী অধ্যাপক সোমা রানী  সূত্রধর,সহকারী অধ্যাপক মো.শফিকুল ইসলাম,প্রভাষক সাবিকুন্নাহার বন্যা, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের প্রভাষক অলি উল্লাহ,সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রনি ও শিক্ষার্থীবৃন্দ এবং  সেচ্ছাসেবী হিসাবে বিভিন্ন দায়িত্ব পালন করেন অর্থনীতি বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী মোঃ ফেরদৌস আলম ও ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী মোঃ সালাউদ্দিন তারেক,আজমেরী সুলতানা এবং  অর্থনীতি বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ওমর ফারুক, রনি,কামরুল, মিম,অনিকা প্রমুখ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top