নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের প্রথম মেধাতালিকা প্রকাশিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) রাত ১১ টার দিকে ভর্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ওয়েবসাইটে তিনটি ইউনিট যথাক্রমে ‘এ’ ইউনিট, ‘বি’ ইউনিট এবং ‘সি’ ইউনিটের মেধাতালিকা প্রকাশ করা হয়।

‘এ’ ইউনিটের মেধাতালিকায় প্রথম হয়েছেন ফারহানা পারভীন অনু। তার জিএসটি রোল:২৬১০২৮। ‘বি’ ইউনিটের মেধাতালিকায় প্রথম হয়েছেন নিশিতা পাল। তার জিএসটি রোল: ৩০৬০৫২। আর ‘সি’ ইউনিটের মেধাতালিকায় প্রথম হয়েছেন আবু সায়েদ মো. সাইফুজ্জামান। তার জিএসটি রোল: ৫২৭১৪৯।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মোট ১০৮০টি আসনের বিপরীতে ২৩ হাজার ২৮৪ জন শিক্ষার্থী আবেদন করেছিল। বিশ্ববিদ্যালয়ের ‘এ’, ‘বি’ এবং ‘সি’ তিনটি ইউনিটের মধ্যে সবচেয়ে বেশি ১০ হাজার আবেদন জমা পড়েছিল ‘এ’ ইউনিটে।

Share this post

scroll to top