নকলায় মুক্তিযোদ্ধা আলী হোসেনের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Nakla of Sherpur FFশেরপুরের নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের দড়ি তেঘড়ি এলাকার মুক্তিযোদ্ধা আলী হোসেন মারা গেছেনে; ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। মঙ্গলবার দিবাগত রাত পৌণে ১০ টার দিকে নকলা হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তাঁর মরদেহ বুধবার (১৫ জুলাই) সকাল ১১ টায় দড়ি তেঘড়ি উত্তর পাড়া জামে মসজিদ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মরহুমের জানাযা নামাজ বুধবার (১৫ জুলাই) দড়ি তেঘড়ি উত্তর পাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। পরে ওই এলাকার সামাজিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

মুক্তিযোদ্ধা আলী হোসেনের মরদেহ দাফনের আগে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় নকলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল মনসুর, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ, গৌড়দ্বার ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন কান মুকুল, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন খান দুলাল, সাধারণ সম্পাদক প্রভাষক লিটন মিয়াসহ স্থানীয় গন্যমান্য, গৌড়দ্বার ইউনিয়নের ও বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ জনগন উপস্থিত ছিলেন।

জাতির সূর্যসন্তান মুক্তিযোদ্ধা আলী হোসেনের মৃত্যুতে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদারসহ অন্যান্য কর্মকর্তা, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটনসহ নকলা পৌরসভার অন্যান্য কর্মকর্তা, উপজেলা যুবলীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এফএম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপনসহ অন্যান্য সদস্যবৃন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, মাদ্রাসা শিক্ষক সমিতি, মাদ্রাসা জেনারেল শিক্ষক সমিতি, বিজ্ঞান সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি, প্রাথমিক সহকারী শিক্ষক ফোরাম, উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্র লীগ, মৎস্যজীবী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন; বিডি ক্লিন নকলা, নকলা অসহায় সহায়তা সংস্থা, নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থা, বøাড ব্যাংক অব নকলা, মানবতার দোয়ার, ও সমাজ উন্নয়ন সংগঠনের মতো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানগনসহ সহকারী শিক্ষক-কর্মচারীবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, নকলা প্রেস ক্লাবের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ উপজেলায় কর্মরত সাংবাদিকগন এবং বিভিন্ন মহলের উর্ধ্বতনরা মুক্তিযোদ্ধা আলী হোসেনের মৃত্যুতে আলাদাভাবে শোক প্রকাশসহ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Share this post

scroll to top