ধোবাউড়ায় পল্লী বিদ্যুৎ কর্মীরা দুর্বৃত্তদের হামলার শিকার

dubaouraময়মনসিংহের ধোবাউড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুৎ কর্মীদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

পল্লী বিদ্যুতের ধোবাউড়া সাব জোনাল অফিস সূত্র জানা যায়, আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একটি ফিসারি ও একটি ব্যাডমিন্টন খেলার মাঠে অবৈধ ও বিপজ্জনক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ অফিসের একটি বিশেষ দল উপজেলার দর্শা গ্রামে যায়।

পরে সংযোগ বিচ্ছিন্ন করা অবস্থায় দর্শা গ্রামের কয়েকজন দুর্বৃত্ত পল্লী বিদ্যুতের কর্মীদের উপর হামলা চালায়।
এ সময় অফিস সহকারী আবু সাদেক ও সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর ওয়াহিদ রানা গুরুতর আহত হয় এবং আবু সাদেকের একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্যদের মাঝে লাইনম্যান আসাদুজ্জামান, সুজন ও বিশেষ সহকারী আব্দুল্লাহকে মারধর করে হামলাকারীরা।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর এজিএম আলিমুন রেজা তুহিন জানান, আবু সাদেককে ধোবাউড়া হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় ধোবাউড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সংশ্লিষ্ট সুত্র।

Share this post

scroll to top