ধর্ষনের বিচার চেয়ে ময়মনসিংহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

mymensingh BNPধর্ষন ঘটনার বিচার চেয়ে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে জেলা উত্তর ছাত্রদল। সোমবার দুপুরে নগরীর নতুন বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন তারা।

দলীয় সূত্র জানায়, সিলেটে এমসি কলেজে ছাত্রলীগ কর্তৃক স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ এবং খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন আদিবাসী নারী গণধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের সাধারন সম্পাদক রায়হান শরীফ হলুদ। এতে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আসিফ, সহ-সভাপতি জাকারিয়া আলম, ফয়সাল, ইথেন, আরিফ, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল, যুগ্ম সম্পাদক হালিমুল্লাহ, শাহাদাত, ফারুক, সহ-সাধারন সম্পাদক প্রত্যয়, সাংগঠনিক সম্পাদক টুটুল প্রমূখ। এ সময় সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন। পরে দলীয় কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রদল নেতা-কর্মীরা।

Share this post

scroll to top