দেশে গণতন্ত্র নেই এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত: খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এতদিন শুধু আমরা বলেছি যে, দেশে কোনও গণতন্ত্র নেই। এখন আর আমাদের বলতে হয় না। বাংলাদেশে যে গণতন্ত্র নেই, এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে খন্দকার ‘দেলোয়ার হোসেন স্মৃতি ফাউন্ডেশন’ আয়োজিত বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘যারা জনগণের সরকার নয়, মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা থাকে না। তারা কোনও কিছুই নিয়ন্ত্রণ করতে পারে না। ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে এই সরকার।’

বাংলাদেশে এখন হাইব্রিড সরকার চলছে মন্তব্য করে তিনি বলেন, ‘হাইব্রিড সরকার টিকে থাকার জন্য দেশের মানবাধিকার ধ্বংস করে দিয়েছে। এটাও আমাদের কথা নয়— আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমেরিকা আমাদের দেশের একটি সংস্থাকে নিষেধাজ্ঞা দেয়, বড় বড় সেনা ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এখন বাংলাদেশের অবস্থা ওয়ান-ইলেভেনের সময়ের থেকেও খারাপ। আজকে বাংলাদেশে আবার গণতন্ত্রহীন। দিনের ভোট রাতে হয়। দেশে গণতন্ত্র নেই। মানুষের অধিকার নেই।’

খন্দকার মোশাররফ বলেন, ‘আজকের সরকারকে উৎখাত করতে গেলে খন্দকার দেলোয়ার হোসেনের ভূমিকা স্মরণ করতে হয়। তিনি ওয়ান-ইলেভেনে যে ভূমিকা রেখেছিলেন, সেটা অনুসরণ করেই আমাদের মাঠে কাজ করতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্যী মির্জা আব্বাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্যর রাখেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্যি গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যােন শামসুজ্জামান দুদু, যুগ্ন মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ।

Share this post

scroll to top