দুর্গাপুরে শিক্ষার্থীদের তোপের মুখে নির্মাণ হচ্ছে ২৫ স্পীড ব্রেকার

স্পীড ব্রেকারনেত্রকোনার দুর্গাপুরে ১মাসের ব্যবধানে পরপর বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ১১জন নিহত হওয়ায় শ্যামগঞ্জ বিরিশিরি সড়কে স্পীড ব্রেকার নির্মাণ কাজ শুরু হয়েছে।

এ নিয়ে আজ শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, শ্যামগঞ্জ থেকে বিরিশিরি ৪০কি.মি রাস্তার গুরুত্বপুর্ন এলাকা গুলোতে প্রায় ২৫টি স্পীড ব্রেকার নির্মান কাজ শুরু করেছে নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগ। গত ২৯ ফেরুয়ারী শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শান্তিপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪জন শিক্ষার্থী ঘটনা স্থলেই মারা গেলে অত্র এলাকার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক ও সুশিল সমাজের জনগণ নিরাপদ সড়কের দাবীতে রাস্তায় নেমে আসে।

প্রায় ৩দিন সড়ক অবরোধ থাকায় স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম ও পুলিশ প্রশাসন শিক্ষার্থীদের ১০দফা দাবী মেনে নেয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। অন্যান্য দাবীর মধ্যে রাস্তায় স্পীড ব্রেকার নির্মানও ১টি দাবি।

Share this post

scroll to top