দুর্গাপুরে শহীদের শ্রদ্ধা জানালো বালু পাথর নৌ পরিবহন সমাজ কল্যাণ সমিতি

রিফাত আহমেদ রাসেল : ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে র্দীঘ ৯ মাসের লাগাত মহান মুক্তিযোদ্ধের পর বাঙ্গালি জাতি পেয়েছিলো তাদের কাঙ্খিত স্বাধীন একটি দেশ বাংলাদেশ। দিনটি যথাযোগ্য ভাবে উদযাপন করছে পুরো দেশ।

এই দিকে নেত্রকোনার দুর্গাপুরে সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে মহান শহীদদের শ্রদ্ধা জানায় দক্ষিণ ভবানীপুর বালু পাথর নৌ-পরিবহন সমাজ কল্যাণ সমিতির সদস্যরা | এর আগে বিরিশিরি থেকে একটি বর্ণাঢ্য র্যালী নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক সামাদ মিয়া, যুগ্মসাধারণ সম্পাদক রোমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম, কোষাধক্ষ্য বাবুল মিয়া, ক্রীড়া সম্পাদক কামাল হোসেন, সদস্য মোঃ শামীম আহমেদ খান সুমন, সদস্য আব্দুর রহমান খান, সদস্য আবদুল ছাত্তার, সদস্য মোহাম্মদ আয়াতুল্লাহ সহ সংগঠনের প্রায় ৯০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন |

Share this post

scroll to top