দুর্গাপুরে বেপরোয়া গতির যানবাহন বন্ধের দাবিতে মানববন্ধন

Durgapur Photoনেত্রকোণার দুর্গাপুরে বেপরোয়া গতির যানবাহন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের কর্মীরা। রবিবার বেলা ১২ টায় দিকে দুর্গাপুর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সংবাদিক মোহন মিয়া, দুর্গাপুর নিরাপদ সড়ক আন্দোলন কমিটির আহবায়ক নুরুল আলম, উপজেলা সিপিবি সভাপতি আলাউদ্দিন মীর, সাধারণ সম্পাদক রূপক সরকার, সুসং সরকারী মহাবিদ্যালয়ের প্রভাষক শফিকুল ইসলাম স্বপন, দুর্গাপুর নিরাপদ সড়ক আন্দোলন কমিটি সদস্য রিফাত আহমেদ রাসেল, উপজেলা কৃষক সমিতি সাধারণ সম্পাদক মুরশেদ আলম সহ প্রমুখ ।

এই সময় বক্তারা বলেন, দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কে প্রায় প্রতিদিনই বালুবাহী বেপরোয়া গতির গাড়ি চাপায় প্রাণ হারাচ্ছেন যাত্রী থেকে শুরু করে পথচারীরা। গতকাল রাতেও বেপরোয়া গতির ট্রাকের চাপায় নিহত হন অটোরিকশার যাত্রী মিলনা বেগম (৪৫)। আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তার স্বামী চানু মিয়া। তাই অচিরেই সড়কে বেপরোয়া গতির নিয়ন্ত্রণ, অদক্ষ চালক ও ফিটনেসবিহীন গাড়ি বন্ধ দাবি জানান আন্দোলনকারীরা ।

Share this post

scroll to top