দুর্গাপুরে এক হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন সাদ্দাম আকজ্ঞি

দুর্গপাুরনোবেল করোনাভাইরাস এ কারণে অঘোষিত লকডাউন চলছে সারাদেশ । যানবাহন চলাচল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান এমনকি বাজার দোকানগুলোও আজ বন্ধ । এমন অবস্থায় দিন এনে দিন খাওয়া মানুষগুলোর আয়-রোজগারও পুরোপুরি বন্ধ ।

তবে নেত্রকোনার দুর্গাপুরে এমন হতদরিদ্র, ঘরবন্ধি, অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকজ্ঞি । প্রায় এক হাজার পরিবারের হাতে তুলে দিয়েছেন খাদ্য সামগ্রী ।

শুত্রুবার বেলা ১২ টার দিকে পৌর শহরের বিরিশিরিতে সামাজিক দূরত্ব বজায় রেখে চাউল, আলু, ডাল, তেল, সাবার, লবন ও মাস্ক সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি । পর্যায়ক্রমে উপজেলার আরো ৭২টি ওয়ার্ডে সাড়ে সাত হাজার পিছ সাবান ও সাড়ে সাত হাজার পিছ ফেস মাক্স বিতরণ করেন করা হবে বলে তিনি জানান ।

সাদ্দাম আকঞ্জি জানান, করোনা ভাইরাসের প্রভাবে উপজেলার প্রায় সকল বাজারগুলো বন্ধ থাকায় কাজ করতে পারছেন না নি¤œআয়ের মানুষ গুলো । ফলে দিন আনে দিন খাওয়া মানুষগুলোর একটুখানি সাহায্যের আশায় বসে । আমরা মাননীয় প্রধানমন্ত্রী ডাকে সাড়া দিয়ে এইসব নি¤œআয়ের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি । পাশাপাশি যারা সচ্ছল আসছেন তাদেরকেও এই সব মানুষগুলোর পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি । কারন সমাজের প্রতিটি মানুষকে নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে । আর তারা ভালো থাকলেই এ দেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশে রূপান্তিত হবে ।

Share this post

scroll to top