দুই মামলায় খালেদা জিয়ার জামিন বৃদ্ধি

ঢাকা ও নড়াইলে করা মানহানীর দুই মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন আরো এক বছর বাড়িয়েছে আদালত।

আজ মঙ্গলবার বিচারপতি আ: হাফিজ ও বিচারপতি মুহিউদ্দিন শামীমের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার পক্ষে করা আবেদন গ্রহণ করে এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট এএইচএম কামরুজ্জামান মামুন ও ফাইয়াজ জিবরান মইন।

ঢাকায় মামলাটি করেছিলেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ও নড়াইলের মামলাটি করেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।

মামলাগুলোতে এর আগে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন খালেদা জিয়া।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top