দীর্ঘ এক মাস পর মসজিদে জুমার নামাজ আদায় করলেন মুসল্লীরা

নামাযকরোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বাংলাদেশের মসজিদগুলোতে নামাজ আদায়ের উপর এক মাসের বিধিনিষেধ দেয় সরকার। দীর্ঘ একমাস পর আজ শুক্রবার জুমার নামাজ আদায় করলেন দেশের মুসল্লীরা। করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনেই আজ আদায় হয় পবিত্র জুম্মা নামাজ। মসজিদে মসজিদে দোয়া করা হয়েছে করোনায় মুক্তি চেয়ে।

করোনা সংক্রমণ রোধে বন্ধ ছিলো মসজিদে সাধারণ মুসল্লীর প্রবেশ। সাধারণের জন্য খুলে দেয়ার পর রোজায় আজই ছিল প্রথম জুমা। জাতীয় মসজিদসহ দেশের সব মসজিদে ছিলে মুসল্লীদের ভীড়।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে মসজিদে প্রবেশ করতে দেখা যায়। তবে অনেক জায়গায় কাতারে দাঁড়িয়ে নামাজ আদায়ের ক্ষেত্রে ৩ ফুট দূরত্ব মানতে এবং এক কাতার পরপর কাতারের ব্যবস্থা দেখা যায়নি।

এদিকে, ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে স্বাস্থ্যবিধি মেনে প্রতি ওয়াক্তের নামাজ নিশ্চিত করার বিষয়ে কাজ করছেন তারা।

Share this post

scroll to top