দরিদ্রদের দিতে ময়মনসিংহ জেলা পরিষদের সদস্যরা পেলো নগদ দেড় লক্ষ টাকা

Zilla-Parishad-Mymensinghকরোনা মোকাবেলায় দিনমজুর, হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও আর্থিক সাহায্য প্রদানের জন্য ময়মনসিংহ জেলা পরিষদের প্রত্যেক সদস্যদের হাতে নগদ দেড় লক্ষ টাকা করে মোট ৩৫ লক্ষ টাকা বরাদ্ধ দিয়েছে জেলা পরিষদ।

রোববার দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান করোনা মোকাবেলায় ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার দিনমজুর, হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও আর্থিক সাহায্য প্রদানের জন্য ৩৫ লাখ টাকা বিতরণ করেন পরিষদের ২১ সদসস্যকে।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন নাসরিন, প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন মন্তা ও আব্দুল খালেকসহ পরিষদের কর্মকর্তা কর্মচারীরা।

উল্লেখ্য, মন্ত্রণালয়ের নির্দেশনা বা পিপিআর বরাদ্ধের বাইরে পরিষদের সদস্যদের হাতে নগদ টাকা না দেয়ায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন নাসরিনের বিরুদ্ধে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন জেলা পরিষদের ১৮ জন সদস্য।

Share this post

scroll to top