দক্ষিণ এশিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১.৬৫ মিলিয়ন ইউরো দেবে ইইউ

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১.৬৫ মিলিয়ন ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকার ইইউ অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশ, ভারত ও নেপালের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ইউরোপীয় ইউনিয়ন ১.৬৫ মিলিয়ন ইউরো সহায়তা দেবে। এরমধ্যে বাংলাদেশের বনার্ত্যদের জন্য ১ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়া হবে।

চলতি বছর ঘূর্ণিঝড় আম্পানের আঘাতের পর ইইউ এ অঞ্চলে ৩.৪৫ মিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে।

Share this post

scroll to top