ত্রিশালের সাবেক এমপি আলহাজ্ব এম এ হান্নান মারা গেছেন

ত্রিশালের সাবেক এমপি, জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব এম এ হান্নান বার্ধক্যজনিত কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে মারা গেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এম এ হান্নান  মুক্তিযুদ্ধকালীন ময়মনসিংহে শান্তি কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমপি হান্নানের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী মামলা বিচারাধীন। ২০১৬ সালের ১১ ডিসেম্বর ট্রাইব্যুনাল মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। এর আগে একই বছরের ৩১ অক্টোবর তার বিরুদ্ধে (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন।

এর আগে ২০১৭ সালের ৯মার্চ স্ত্রীর জানাজায় অংশ নিতে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের এমপি জাতীয় পার্টির নেতা এম এ হান্নান ও তার ছেলেকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। হান্নানের স্ত্রী শামসুন্নাহার চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এম এ হান্নানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য কে এম খালিদ স্বাধীনতাযুদ্ধের সময় নির্যাতনের শিকার হয়েছিলেন। বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন প্রতিমন্ত্রী।

Share this post

scroll to top