ত্রিশালের চাঞ্চল্যকর তাইজুদ্দিন হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের কোনাবাড়ী গ্রামে যুবক তাইজুদ্দিন (২২) হত্যা মামলার ১০ বছরের মাথায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের স্বশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, অহিদ মিয়া (৩৮), মোবারক হোসেন (৩৬) এবং মজনু মিয়া (২৬)। তারা সবাই ত্রিশাল উপজেলার কোনাবাড়ী ও সাখুয়া গ্রামের বাসিন্দা।

দন্ডপ্রাপ্তদের মধ্যে আসামি মোবারক হোসেন পলাতক রয়েছেন। তবে অপর দুই আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করা হয় বলে জানিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সোহরাব উদ্দিন খান।
তিনি আরও জানান, ২০১২ সালের ১১ আগস্ট ত্রিশালের কোনাবাড়ী নদীরপাড় এলাকা থেকে তাইজুদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে নিহতের পিতা নূরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলার র্দীঘ তদন্তে এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেন বিচারক।

Share this post

scroll to top