তীব্র তুষারপাতে ভয়াবহ ভূমিধস নরওয়েতে, নিখোঁজ ১১

তীব্র তুষারপাতে নজিরবিহীন ভূমিধসের সাক্ষী হল নরওয়ে। রাজধানী অসলোর কাছে একটি গ্রামে এ ভূমিধসে নিখোঁজ ১১ জন। এখনও কারও মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি।

জেরড্রাম গ্রামে বুধবারের ভূমিধসে মাটিচাপা পড়ে অসংখ্য বাড়িঘর। আহত হন ১০ জন। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা। যদিও হেলিকপ্টার ছাড়া উদ্ধারকাজ চালানো যাচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ।

নিখোঁজ ব্যক্তিরা ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে শঙ্কা পুলিশের। ভোরে ভূমিধসে এ বিপর্যয়ের পর বিকালেও মাটির চাপে ভেঙে পড়ে আরও দু’টি বাড়ি। পরিস্থিতি অবনতির আশঙ্কায় ৯শ’ গ্রামবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে প্রশাসন। মাটির বাঁধন আলগা হয়ে যাওয়ায় এলাকা ছাড়তে পারেন আরও কয়েকশ’ মানুষ।

Share this post

scroll to top