ঢালাও ভাবে আলেম সমাজকে অপরাধী মনে করা ঠিক না : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান বলেছেন, ঢালাও ভাবে আলেম সমাজকে অপরাধী মনে করা ঠিক না। আমরা যেন সব আলেমকে অপরাধী মনে না করি।

শুক্রবার দুপুরে জুমার নামাজের পর নারায়ণগঞ্জ মাসদাইরস্থ কেন্দ্রীয় কবরস্থানে তার বড় ভাই মরহুম নাসিম ওসমানের সপ্তম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, মামুনুল হকের অপরাধের দায় তার। ব্যক্তির অপরাধের দায় পুরো সমাজ নিতে পারে না। তিনি আক্ষেপ করে বলেন, যাদের ওয়াজ শুনে মানুষের চোখে পানি আসতো তাদের এমন কাজ মেনে নেয়া যায় না। একজন আলেম এমনটা করেন কি করে প্রশ্ন রাখেন তিনি।

শামীম ওসমান বলেন, হেফাজতের নেতারা যখন ভাস্কর্য ভাংচুরে জন্য হুংকার দিয়েছিল, তখন আমি সর্বপ্রথম এর বিরুদ্ধে কথা বলেছিলাম। জনমত তৈরির চেষ্টা করেছি।

তিনি বলেন, শুধু ইসলাম ধর্মে নয় সব ধর্মেই মৌলবাদ রয়েছে। ৭১ সালের যুদ্ধে ধর্মের নামেই মানুষ হত্যা হয়েছিল। ধর্মের নামেই মা-বোনের ধর্ষণের ঘটনা ঘটেছিল।

শামীম ওসমান বলেন, রোজার মাস চলছে কবে মরে যাই, তাও জানি না। আল্লাহ যদি ঈদের পরে সবাইকে সুস্থ রাখেন তাহলে নারায়ণগঞ্জের কিছু সত্য কথা বলবো, কিছু সত্য জিনিস তুলে ধরবো এবং কিছু মানুষের মুখোশ খুলে দিবো।

Share this post

scroll to top