ঢাকা ছাড়লেন আরও ১৬৬ ভারতের নাগরিক

করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে আটকে পড়া ভারতের নাগরিকদের নিয়ে আরেকটি বিশেষ ফ্লাইট ঢাকা ছাড়ছে। এবার ফিরে গেলেন প্রতিবেশী দেশটির ১৬৬ জন নাগরিক।

মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড বিমান ভারতের উদ্দেশে ছেড়ে যায়। বিমানটি যাত্রীদের দিল্লি ও আহমেদাবাদে পৌঁছে দেবে। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

করোনা মহামারির কারণে বিদেশে আটকেপড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে নিতে গত ৮ মে ‘বন্দে ভারত মিশন’ নামে বৃহত্তম প্রত্যাবাসন কার্যক্রম শুরু করে নয়া দিল্লি। এ কর্মসূচির আওতায় এখন চলছে তৃতীয় পর্যায়ের কার্যক্রম।

বন্দে ভারত মিশন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাজ্য সরকারের সমন্বয়ে পরিচালিত একটি বৃহত্তর কার্যক্রম।

Share this post

scroll to top