ঢাকা ছাড়লেন নেপালের ১৬০ শিক্ষার্থী

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দ্বিতীয় দফায় বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন বাংলাদেশে আটকে পড়া নেপালের ১৬০ জন শিক্ষার্থী। এ নিয়ে দু’দফায় ৪২০ জন নেপালি দেশে ফিরে গেলেন।

বুধবার (১৭ জুন) ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাস জানায়, দুপুর ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হিমালয় এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি নেপালের উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্যে বাংলাদেশে অবস্থানরত নেপালি শিক্ষার্থী ছিল।

ফ্লাইটটি আয়োজনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি) সর্বাত্মক সহযোগিতা করেছে বলে জানিয়েছে দেশটির দূতাবাস।

এর আগে গত ১৪ জুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে প্রথমবারের মতো নিজ দেশের নাগরিকদের ফেরত পাঠানোর জন্য বিশেষ চার্টার্ড ফ্লাইটের আয়োজন করে নেপাল দূতাবাস। নেপাল এয়ারলাইন্সের সেই বিশেষ ফ্লাইটে ২৬০ জন নেপালের নাগরিক ঢাকা ছাড়ে।

এদিকে দূতাবাস জানিয়েছে, প্রয়োজন সাপেক্ষে এবং পরিস্থিতি বিবেচনায পরবর্তী সমেয় বিশেষ ফ্লাইট আয়োজনের পরিকল্পনা রয়েছে দূতাবাসের।

Share this post

scroll to top