ঢাকায় এলেন এ আর রহমান

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কনসার্টে অংশ নিতে ঢাকায় এলেন ভারতীয় সঙ্গীতশিল্পী এ আর রহমান। কনসার্টটির আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (২৮ মার্চ) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন বিখ্যাত এই সঙ্গীতশিল্পী।

আগামী ২৯ মার্চ, মঙ্গলবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’- শীর্ষক কনসার্টটি। যেখানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিশেষ গান পরিবেষণ করবেন ভারতের বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ এ আর রহমান।

এই কনসার্টে এ আর রহমানের সাথে গান গাইবেন বাংলাদেশের ফোক সম্রাজ্ঞীখ্যাত মমতাজ। গান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড শিল্পীগোষ্ঠী মাইলস।

এরই মধ্যে কনসার্টের জন্য টিকিট বিক্রি শুরু করেছে বিসিবি।

Share this post

scroll to top