ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ময়মনসিংহে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে গণতন্ত্র, গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইনের ধারাগুলো বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ-জেইউএম।

শনিবার দুপুরে ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের (জেইউএম) সভাপতি আইয়ুব আলী, সহ-সভাপতি সুপ্রিয় ধর বাচ্চু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিউল আলম ও কোষাধ্যক্ষ নজীব আশরাফ।

বক্তারা গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইনের কালো ধারাগুলো বাতিল করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানান।

মানববন্ধন কর্মসূচিতে মাসুদ রানা (ডেইলী ট্র্যাইব্যুনাল), হাসনাতুল ইসলাম মিল্লাত (আলোকিত ময়মনসিংহ), আব্দুল কাইয়ুম (ভোরের অপেক্ষা), রাসেল হোসেন (ময়মনসিংহ প্রতিদিন ডটকম), আব্দুল হালিম (ময়মনসিংহ সমাচার), অজয় সরকারসহ (দেশকাল) বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top