ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আপোষে সাংবাদিক রফিক খালাস

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আপোষ নামার ভিত্তিতে দৈনিক আমাদের কন্ঠের ক্রাইম চিফ সাংবাদিক মো: খায়রুল আলম রফিককে খালাস দেওয়া হয়েছে।

গতকাল (২২ নভেম্বর) ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক ( জেলা ও দায়রা জজ) মোহা: বজলুর রহমান এই রায় দেন।

এদিন মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

সাংবাদিক খায়রুল আলম রফিক ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের সম্পাদক ছিলেন । বর্তমানে তিনি দৈনিক আমাদের কণ্ঠের ক্রাইম চীফ হিসেবে কর্মরত ।

২০১৮ সালের ডিসেম্বর মাসে সাংবাদিক খায়রুল আলম রফিকের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় মামলা নং- ১০৯(১২) ২০১৮ দায়ের করেন মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের প্রকাশক ড. মো: ইদ্রিস খান । ২০২০ সালে ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতে বদলী করা হয় । পুনরায় ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনাল গঠনের পর ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনালে বদলী হয়ে আসা মামলা নং- ৭৭/২০২১।

এ মামলায় বাদী পক্ষে আইনজীবি ছিলেন, ময়মনসিংহ জজ কোর্টের সিনিয়র আইনজীবি আ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু ও আসামী পক্ষের আইনজীবি ছিলেন, আ্যাডভোকেট আবু সাদাত মোহাম্মদ খায়ের ।

Share this post

scroll to top