ডাক্তারের বিরুদ্ধে ৩ বছরের শিশুকে পঙ্গু করে দেয়ার অভিযোগ

বগুড়ায় তিন বছরের এক শিশুর হাত পঙ্গু করে দেয়ার অভিযোগ উঠেছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের এক অর্থোপেডিক সার্জনের বিরুদ্ধে।
মঙ্গলবার বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই শিশুর মা ফজিলাতুন নেসা ফৌজিয়া এ অভিযোগ করেছেন।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি বগুড়া শহরের একটি প্রাইভেট হাসপাতালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডাক্তার আব্দুল্লাহ আল মুতী সুবর্ন আমার ৩ বছরের একমাত্র শিশু পুত্র ফাহিম মুবাশশির এর হাতের ভাঙ্গা হাড় অপারেশন করেন। এসময় তার একটি হাতের ২টি রগ কেটে দেন। এতে তার দুটি আঙ্গুল পঙ্গু হয়ে গেছে। এ ঘটনায় ডাক্তার আব্দুল্লাহ আল মুতী সুবর্নসহ সংশ্লিষ্ট ৪জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছি। এর পর থেকে মামলা তুলে নিতে আসামিরা আমাকে হুমকি দিয়ে আসছে। আদালত আগামী ২৭ ফেব্রুয়ারি আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু তারা আদালতের জবাব না দিয়ে আমাকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। আমি এ ডাক্তারের উপযুক্ত বিচার দাবি করছি।

Share this post

scroll to top