ট্রেনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা

জামালপুরের দেওয়ানগঞ্জে শনিবার সকালে ট্রেনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেয়া হয়েছে। আর্থিক অনুদান তুলে দেন দেওয়ানগঞ্জ উপজেলার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত ও বকশীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা। এসময় নিহতের পরিবারের খোঁজ খবর নেন তিনি।

গত দুইদিন আগে ঢাকা-ময়মনসিংহ দেওয়ানগঞ্জ গামী কমিউটার ট্রেন ডাকাতি ঘটনায় নিহত নাহিদ হাসানের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ হাজার টাকা আর্থিক অনুদান ও শুকনা খাবার প্রদান করেন ।

জানাযায় , দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মো. ওয়াহিদুজ্জামানের ছেলে মো. নাহিদ হাসান (৪০)  গাজীপুরে নেসলে কোম্পানিতে চাকরি করতেন। স্ত্রীকে নিয়ে ২৩ সেপ্টেম্বর বিকেলে ঢাকা থেকে জামালপুর কমিউটার ট্রেনে দেওয়ানগঞ্জে নিজ বাড়িতে আসায় । ট্রেনে অনেক ভিড় থাকায় স্ত্রী বিপাশাকে ট্রেনের বগিতে রেখে নাহিদ ট্রেনের ছাদে উঠেন । ট্রেনের ছাদে ছিনতাইকারীদের হামলায় ছুরিঘাতে আহত হয়ে মারা যান তিনি।

Share this post

scroll to top