টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ময়মনসিংহের কিশোরের মৃত্যু

Bidduth-বিদ্যুৎস্পৃষ্টে-Electricity-Shock-Warning-Risk-Of-Dead currentটাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাকের ওপরে থাকা নাঈম ইসলাম (১৪) নামে এক কিশোর হেলপারের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের বন বিভাগের পাশে সিলিমপুর রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার নিশ্চন্তপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। নাঈম ওই ট্রাকের হেলপারের দায়িত্বে ছিল।

স্থানীয়দের অভিযোগ, পিডিবি’র ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার অনেক নিচু দিয়ে টাঙানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

কালিহাতী থানার এসআই মো. করিম জানান, ভূষির বস্তাভর্তি একটি ট্রাক পৌরসভার সিলিমপুর রোড দিয়ে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশ দিয়ে টাঙানো বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ট্রাকের ওপরে থাকা হেলপার ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিহতের লাশ উদ্ধার করা হয়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এর কালিহাতী উপজেলার নির্বাহী প্রকৌশলী সাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘বিদ্যুতের তার নিচ দিয়ে টাঙানো হয়নি। ভূষির ওজন কম হওয়ায় তারা হয় তো ট্রাকে বেশি উঁচু করে নিয়ে যাচ্ছিল। এ কারণে এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।’

Share this post

scroll to top