ঝালকাঠিতে প্রথম বারের মতো জীবনানন্দ মেলা

ঝালকাঠির ইকো পার্কে আগামী ১৮-১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ‘জীবনানন্দ মেলা’। রূপসী বাংলার কবি, লেখক, প্রাবন্ধিক জীবনানন্দ দাশের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি নেয়া হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হচ্ছে।

এ উপলক্ষে সোমবার বিকালে ডিসি অফিসের সুগন্ধা হলে প্রস্তুতিসভা হয়। জেলা প্রশাসক মো. হামিদুল হক এতে সভাপতিত্ব করেন। সভায় মেলাকে উৎসবমুখর করার জন্য বই প্রদর্শনী, জীবনানন্দকে নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি, নাচ, গান, পিঠা উৎসব, ঘোড়দৌড়, নাগরদোলা, শিশুদের খেলনা, শীতলপাটি, পেয়ারা ও গামছা বিক্রি, স্মরণিকা প্রকাশসহ নানা কার্যক্রমের সিদ্ধান্ত নেয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আতাহার মিয়া এবং সদর উপজেলা ও রাজাপুরের জীবনানন্দপ্রেমীসহ বিশিষ্টজনরা সভায় উপস্থিত ছিলেন।

ঝালকাঠিতে প্রথমবারের মতো অনুষ্ঠেয় জীবনানন্দ মেলায় সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top