জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে চলছে পরিবহণ ধর্মঘট

ডিজেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে ভাড়া বৃদ্ধির দাবিতে গণপরিবহন বন্ধ রেখেছেন পরিবহনসংশ্লিষ্টরা।

শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে ময়মনসিংহ মহানগর এ অবস্থিত তিনটি আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। হঠাৎ এই সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গন্তব্যে পৌছতে না পারায় বিপাকে পড়েছে সরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীর নিয়োগ পরীক্ষার্থীরা।

এদিকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে জরুরি প্রয়োজনে মানুষকে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে অথবা ব্যক্তিগত গাড়ি ভাড়া করে যেতে হচ্ছে। অনেকেই আবার ভেঙে ভেঙে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন ময়মনসিংহ থেকে।

সকাল থেকে নগরীর মাসকান্দা আন্ত:জেলা বাসস্ট্যান্ড, পাটগুদাম ও টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে কোনো পরিবহন ছেড়ে যায়নি।

Share this post

scroll to top