জেরুজালেমে দূতাবাস খুলছে সার্বিয়া-কসোভো

ইসরায়েল ও কসোভা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মতি দিয়েছে। একই সঙ্গে কসোভা ও সার্বিয়া তাদের দূতাবাস খুলতে যাচ্ছে জেরুজালেমে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ কথা বলেছেন।

নেতানিয়াহু জেরুজালেমে দুই দেশের দূতাবাস খোলার ঘোষণা দেওয়ার আগে ওয়াশিংটন থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সার্বিয়া ও কসোভা তাদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে চায়।

নেতানিয়াহু বলেছেন, ‘কসোভো প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যারা জেরুজালেমে দূতাবাস খুলতে চায়। সম্প্রতি আমি যা বলেছি- ইসরায়েলকে ঘিরে শান্তি বাড়ছে এবং স্বীকৃতিও পাচ্ছে। আরও অনেক দেশ যোগ দিতে চায়।’

শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালা জেরুজালেমে দূতাবাস খুলেছে, যার বিরোধিতা করেছে ফিলিস্তিন। ট্রাম্পের মধ্যস্থতায় গত মাসে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করেছে সংযুক্ত আরব আমিরাত। তাদের এই সিদ্ধান্তে তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্ব।

Share this post

scroll to top