জেরুজালেমে তারাবির নামাজ আদায়ে বাঁধা দূর, ফিলিস্তিনিদের উল্লাস

অবশেষে জেরুজালেমে তারাবির নামাজ আদায়ে বাঁধা দূর হল। রক্তক্ষয়ী সংঘাতের পর রবিবার সন্ধ্যায় দামেস্ক গেট থেকে ব্যারিকেড সরিয়ে নিতে বাধ্য হয় ইসরায়েলি কর্তৃপক্ষ। খবর হারেৎজ ও ডয়েচে ভেলে’র।

দু’সপ্তাহে প্রথমবারের মতো এলাকাটিতে তারাবির জামাত আয়োজনের সুযোগ পায় ফিলিস্তিনিরা। ইসলামি নেতাদের আহ্বানে অঞ্চলটি উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন পুলিশ কমিশনার।

এ ঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন মুসলিমরা। রমজান মাসে তারাবি আদায়ে পূর্ব জেরুজালেমের সবচেয়ে জনপ্রিয় এলাকা এটি। তবে শুরু থেকেই এতে বাধা সৃষ্টি করছে ইহুদি জনগোষ্ঠী।
নামাজ আদায় করতে না দেওয়ায় গত তিনদিন বিক্ষোভে উত্তাল ছিল এলাকাটি। বিক্ষোভ ছড়ায় পশ্চিম তীরসহ অন্যান্য শহরেও। রণক্ষেত্রে পরিণত হয় জেরুজালেমের দামেস্ক গেট এলাকা।

Share this post

scroll to top