জিম্বাবুয়ে শিবিরে টাইগারদের প্রথম হানা

বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ অরভিন।

তবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় সফরকারী দলের দুই ওপেনার প্রিন্স মাসভাউরে ও কেভিন কাসুজা। বোলিংয়ে নামা টাইগাররা প্রথম ৪ ওভারই পেয়েছে মেডেন।

শুরুতেই চাপে পড়ে সফরকারীরা। আবু জায়েদের বলে নাঈম হাসানের তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন কাসুজা।

১৩ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটের বিনিময়ে ২১ রান।

বাংলাদেশ : তামিম ইকবাল, সাইফ হোসাইন, নাজমুল হোসাইন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, আবু জায়েদ, ইবাদত হোসাইন, নাইম হাসান।

জিম্বাবুয়ে : প্রিন্স মাসাভারু, কেভিন কাসুজা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রেনডান টেলর, টিমিসেন মারুমা, সিকান্দার রাজা, রেজিস চাকাবভা (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, ভিক্টর নিয়াচি, আইসলে নলভু, চার্লটন তশুমা।

Share this post

scroll to top