জামালপুরে সড়ক থেকে নির্মাণ সামগ্রী অপসারণে অভিযান

জামালপুরে সড়কের উপর অবৈধভাবে নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীন।

এ সময় সড়কের উপর অবৈধভাবে ইট, বালি, পাথরসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী রেখে সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও কেউ মালিকানা স্বীকার না করায় ৫ হাজার ইট ও বালি জব্দ করে সড়ক হতে অপসারণ করা হয়। জব্দকৃত বালি স্থানীয় শেখের ভিটা জামে মসজিদের উন্নয়ন কাজে প্রদান করা হয়। পাশাপাশি সড়কের উপর নির্মাণ সামগ্রী রেখে স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি না করার জন্য সবাইকে সতর্ক করা হয় এবং এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীন।

Share this post

scroll to top