জামালপুরে জমি নিয়ে বিরোধে এক যুবককে পিটিয়ে হত্যা

deadজামালপুরের মেলান্দহের তেলীপাড়া গ্রামে শফিউল আলম মুছা নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জমি নিয়ে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেফেলে রেখে যায় প্রতিপক্ষরা।

গুরুতর আহত মুছাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে সন্ধায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাচলাকালে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করে। রাতে ঢাকায় নেয়ার পথে মারা যায় তিনি।

বুধবার (১লা এপ্রিল) সকালে এই ঘটনায় নিহতের ভাবি রুমানা ইসলাম বাদি হয়ে ১২ জন আসামী করে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহতের পরিবার ও পুলিশ জানিয়েছে, মেলান্দহ উপজেলার তেলীপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের পুত্র মহিদুল ইসলামের সঙ্গে প্রতিবেশী দরবার মন্ডলের পুত্র আলাল উদ্দিন ও তার ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে দরবার মন্ডলের পুত্র আলাল উদ্দিন তার ভাইদের নিয়ে মহিদুলদের ক্রয়কৃত জমিতে জোরপুর্বক ঘর উঠাতে যায়।

Share this post

scroll to top