জামালপুরে চীনাবাদামের মাঠ দিবস

জামালপুরের চরাঞ্চলে চীনাবাদামের আবাদ বাড়াতে সামাজিক দূরত্ব বজায় রেখে চীনাবাদামের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য ফসলের পাশাপাশি চীনাবাদম চাষে কৃষকদের আগ্রহী করতে এই মাঠ দিবসের আয়োজন করা হয়।

সোমবার দুপুরে জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: তারিকুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মঞ্জুর কাদির, আ: মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

মাঠ দিবসে বক্তারা বলেন, চীনাবাদাম মানবদেহের জন্য অত্যন্ত পুষ্টিকর, জামালপুর জেলায় প্রায় ৪২ শতাংশ চরাঞ্চল থাকায় এ অঞ্চলে চীনাবাদাম চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কৃষি গবেষণা ইনষ্টিটিউট উদ্ভাবিত ১০টি চীনাবাদামের জাতের মধ্যে অগ্রবর্তী সারি ব্যাগ-১৯০১১ স্বল্পমেয়াদী উচ্চ ফলনশীল ও রোগ-বালাই সহনশীল হওয়ায় এ বাদামটি চাষ করে কৃষকরা লাভবান হতে পারবে। এছাড়াও দানার আকার বড় ও লাল রঙের হওয়ায় বাজারে অন্যান্য বাদামের তুলনায় এ বাদামের চাহিদাও বেশী।

Share this post

scroll to top