জামালপুরে আজ থেকে ফের বন্ধ মার্কেট, শপিংমল

আজ মঙ্গলবার (১৯ মে) থেকে জামালপুর সদর উপজেলার সব মার্কেট ও শপিং মল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। তবে নিত্যপণ্য, কাঁচাবাজার ও ওষুধের যথারীতি খোলা থাকবে।

সোমবার (১৮ মে ) বিকালে এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফরিদা ইয়াছমিন। এতে বলা হয়েছে, রোজা ও ঈদুল ফিতরকে সামনে রেখে দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সরকার কর্তৃক প্রদত্ত শর্তসমূহ পালন সাপেক্ষে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু গত কয়েকদিন জামালপুর পৌর সভার বাজার ও শপিং মল পরিদর্শন করে দেখা গেছে সরকারি নির্দেশনা মেনেচলার ক্ষেত্রে ক্রেতা/বিক্রেতারা অবহেলা করছেন। এজন্য জামালপুর সদর উপজেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যু ঝুঁকির কথা বিবেচনা করে করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য জামালপুর সদর উপজেলার করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্তে মঙ্গলবার (১৯ মে) থেকে পৌরসভার সব ধরনের দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচা বাজার এবং ওষুধের দোকান এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

Share this post

scroll to top