জাভেদ ওমরের করোনা নিয়ে ভুল তথ্য, দুঃখ প্রকাশ তামিমের

করোনাভাইরাস মহামারিতে বাংলাদেশে চলমান লকডাউন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের নিয়ে লাইভ আড্ডায় হাজির হচ্ছেন জাতীয় দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল।

গতকাল রোববারে তিনি হাজির হন বাংলাদেশ ক্রিকেটের সাবেক তিন অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন ও নাইমুর রহমান দুর্জয়কে নিয়ে।

সেখানে এক পর্যায়ে সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের কোভিড-১৯ পজিটিভের কথা বলা হয়। তবে এর জন্য পরবর্তীতে সেটি ভুল বলে দুঃখ প্রকাশ করেছেন তামিম ইকবাল।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তামিম লিখেন, ‘জাভেদ ওমর বেলিম ভাইয়ের কাছে দুঃখপ্রকাশ করছি। আজকে ফেইসবুক লাইভে সাবেক তিন অধিনায়কের সঙ্গে আড্ডার সময় আমরা বলেছিলাম যে, জাভেদ ভাই কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।

আসলে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, ভুল তথ্য পেয়েছিলাম আমরা। জাভেদ ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, উনি পুরোপুরি সুস্থ আছেন। সবার কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’

Share this post

scroll to top