জাপার টানাপোড়েনে আওয়ামী লীগের মাথাব্যথা নেই : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বের টানাপোড়েনে আওয়ামী লীগের কোনো মাথাব্যথা নেই।

আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুক্রবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘কে জাতীয় পার্টির চেয়ারম্যান হবেন, কে বিরোধী দলের নেতা হবেন– এটা তারাই নির্ধারণ করবেন। আওয়ামী লীগ এ নিয়ে মাথা ঘামাচ্ছে না, আমাদের কোনো প্রয়োজনও নেই।’

সরকার যাকে চাইবে সেই বিরোধী দলীয় নেতা হবে– বিএনপির এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘এটা মিথ্যা কথা। যিনি নিয়ম অনুযায়ী বিরোধীদলীয় নেতা হবেন, স্পিকার তাকেই নির্বাচিত করবেন। এখানে কারও প্রতি শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো পক্ষপাত নেই। আমরা কোনো পক্ষপাত করতে চাই না।’

ওবায়দুল কাদের বলেন, ‘আজকে বিরোধী দল বিএনপি যতই বিষোদগার করুক, চেঁচামেচি করুক, এটাই আজকে বাস্তব যে, উন্নয়নে-অর্জনে শেখ হাসিনার অপ্রতিরোধ্য অগ্রযাত্রা বাংলাদেশের বিরোধী রাজনীতিকে সংকটে ফেলে দিয়েছে। এই সংকটে থেকে, নেতিবাচক রাজনীতি করে বিএনপির বেরিয়ে আসার উপায় নেই।’

এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে আওয়ামী লীগের ১৬ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘রংপুরের উপ নির্বাচনে এখন পর্যন্ত ১৬ জনের মনোনয়নপত্র পেয়েছি। আগামীকাল মনোনয়ন বোর্ডের সভা। বঙ্গবন্ধু পরিবারে কেউ প্রার্থিতায় নেই। আমাদের নেতাকর্মীদের মধ্য থেকেই প্রার্থী ঠিক করব।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু প্রমুখ।

Share this post

scroll to top