জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ত্রিশাল মুক্ত দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার : ত্রিশাল মুক্ত দিবস উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৯ ডিসেম্বর  সোমবার জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বেরত ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ত্রিশাল মুক্ত দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. সুব্রত কুমার দে, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ও ত্রিশাল মুক্ত দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ড. শেখ সুজন আলী, রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) কৃষিবিদ এ কে এম আনিছুর রহমান, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, অগ্নি-বীণা হলের প্রভোস্ট জনাব মাসুদ চৌধুরী, দোলন-চাঁপা হলের প্রভোস্ট জনাব নুসরাত শারমিন তানিয়া, বিভিন্ন্ বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

র‌্যালী

পরে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের দায়িত্বেরত ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন-এর নেতৃত্বে একটি বিজয় র‌্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে ‘চির উন্নত মম শির’ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Share this post

scroll to top