জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সেমি একাডেমীর যাত্রা শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বারা পরিচালিত অনলাইন ভিত্তিক কো-কারিকুলার স্কুল সেমি একাডেমীর উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এটি উদ্বোধন করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোঃ জালাল উদ্দিন, সি এস ই বিভাগের সহযোগী অধ্যাপক দোলন চাঁপা হলের হল প্রভোস্ট জান্নাতুল ফেরদাউস, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের সহকারী অধ্যাপক আল জাবির, বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রভাষক ও বাংলালিংক সেরা ৫ তরুণ লেখকের একজন কথাসাহিত্যিক মেহেদী উল্লাহ এবং প্রভাষক মঞ্জুরে ইলাহি, সাংবাদিক সমিতি সভাপতি মো.বদরুল অালম বিপুল, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রনি, সদস্য নাঈম অাব্দুল্লাহ,মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক মেধা দেশের সকল স্কুলগামী শিক্ষার্থিদের মাঝে বিনামূল্যে বিলিয়ে দিবে এই সেমি একাডেমি।
উল্লেখ্য সেমি একাডেমি এক্সট্রা কারিকুলার বিষয়ক অনলাইন স্কুল। স্কুলটিতে বিতর্ক, আবৃত্তি, নাচ/গান, থিয়েটার/নাট্যচর্চা, খেলাধুলা, স্কাউট/রোভার, ল্যাংগুয়েজ ক্লাব, বিজ্ঞান ক্লাব, বিজনেস ক্লাব, লেখালেখি, চিত্রাঙ্কন, ছায়া সম্মেলন ইত্যাদি প্রসারে ইন্টারনেটে যতকুকু সম্ভব রিসোর্স বিনামূল্যে ছড়িয়ে দিয়ে যাতে দেশের, ডিজিটাল বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থী যারা কিনা প্রত্যন্ত গ্রামেও থাকে, যাতে হাতে পাই, পিছিয়ে পড়া স্কুল গুলোর আগ্রহী শিক্ষকেরাও যাতে উপকৃত করতে পারে তার সন্তান সম শিক্ষার্থীদের, সেই লক্ষ্যে কাজ করে । এর উদ্দেশ্য হল লেখাপড়ার পাশাপাশি সঠিক সময় ও রুটিন মেনে শিক্ষার্থীরা সহশিক্ষা কার্যক্রমে সময় দিবে,কো-কারিকুলার এজুকেইশনের সর্বোত্তম লাভটুকু অর্জন করবে । সিএস ই বিভাগের শিক্ষার্থী মোঃ ইকবাল হোসেন এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এক যাক তরুণ শিক্ষার্থী। রয়েছে শাকিল আহমেদ শুভ(বিতর্ক), মোজাম্মেল হক(কম্পিউটার), ইবনুল হায়দার নাকিব(স্কিলস), রোমানা রুমা(অভিনয়), অন্তরা(চিত্রাঙ্কন), প্রান্ত(গিটার), শাহেদ, জাফর সহ অনেকে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top