জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামন এর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামনজাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান এর মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১৪মে) সন্ধ্যায় মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো: মামুন হাসানের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শোক বার্তার কথা জানান।

অধ্যাপক আনিসুজ্জামান (৮৩) আজ বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন ‘৫২ এর ভাষা আন্দোলন,উনসত্তরের গণঅভ্যুত্তান এবং মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করা অধ্যাপক আনিসুজ্জামান শিক্ষা,শিল্প – সাহিত্য, সাংগঠনিক দক্ষতাসহ বাংলা ভাষা ও সাহিত্যে যে অবদান রেখেছেন জাতি তা শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ আজ এক বরেণ্য গুণীজন ও পরীক্ষিত দেশ প্রেমিক হারাল।

বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Share this post

scroll to top