জাতিসঙ্ঘ মহাসচিবকে পাল্টা প্রশ্ন কাদেরের

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘যথাযথ’ ছিল না বলে জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যে মন্তব্য করেছেন তার জবাবে পাল্টা প্রশ্ন ছুঁড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার রাজধানীর সেতু ভবনে বিভিন্ন ফাস্ট ট্র্যাক প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘কোন দেশে ইলেকশন পারফেক্ট হয়েছে, একটা দেশ দেখান। গণতান্ত্রিক দেশগুলোতে পারফেক্ট বলে যে কথাটি বলা হয় তাতেও কিছু খুঁত তো থাকেই। তাতে ইলেকশনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠে না।’

দেশের রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার জন্য জাতিসঙ্ঘ যে আহ্বান জানিয়েছে সে বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘জাতিসংঘ সংসদ নির্বাচন নিয়ে সংলাপের কথা বলেনি। তবে গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সংলাপ হতেই পারে। আমাদের প্রয়োজন হলে পরে সেটা দেখা হবে।’

৩০ ডিসেম্বরের নির্বাচনে নৈতিক পরাজয় ঢাকতে এবং জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরাতেই আওয়ামী লীগ বিজয় উৎসবের আয়োজন করেছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মন্তব্য করেছেন তার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আর ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশে বিদেশে যে, অপপ্রয়াস তারা চালিয়েছে তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এখন নির্বাচন নিয়ে যে বিষয়টা তারা বলছে, এটা পরাজিতের মুখে ব্যর্থতার প্রলাপ।’

সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিরপেক্ষ না হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিভাবে পাস করলেন? এখন ফখরুলকে তার দলের লোকেরাই দালাল বলছেন। আরো অনেক কথা আসবে। আগে বিএনপির ঘর সামলাতে হবে, নেতার পরিবর্তন দরকার।’

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের বড় জয়ে বড় চ্যালেঞ্জ আছে। আপনারা নিরপেক্ষভাবে কাজ করবেন। দুর্নীতিকে জিরো টলারেন্সে রাখবেন। না হলে বড় বড় প্রকল্প শেষ করা যাবে না। এমন কাজ করবেন না যাতে সরকারের সুনাম ক্ষুণ্ন হয়।’

সেতুমন্ত্রী জানান, পদ্মা সেতু প্রকল্পের ৬৩ ভাগ অগ্রগতি হয়েছে। জানুয়ারি মাসের শেষদিকে পদ্মাসেতুতে আরেকটি স্প্যান বসবে বলেও জানান তিনি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top