জাতির পিতার স্বপ্ন পূরণ করব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের এটাই প্রতিজ্ঞা যে, বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে তুলব। জাতির পিতার স্বপ্ন পূরণ করব।’

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশন চলাকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুর বন্দিজীবনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর পাকিস্তানের হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে। হানাদার বাহিনী তাকে পাকিস্তানে নিয়ে যায়। জানি না, তিনি পাকিস্তানের কারাগারে কী অবস্থায় ছিলেন। তিনি কিন্তু কখনো তার এ কষ্টের কথা, দুঃখের কথা বলেননি।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বন্দি থাকার পরও তার আত্মবিশ্বাস ছিল—এ দেশ স্বাধীন হবে। এর পর দেশ স্বাধীন হয়। বাঙালি বিজয় লাভ করে। কিন্তু দুর্ভাগ্য—যুদ্ধবিধ্বস্ত দেশটাকে যখন তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, সেটা সমাপ্ত করে যেতে পারেননি। তার জীবনে একটাই স্বপ্ন ছিল—বাংলাদেশের মানুষ মর্যাদা নিয়ে চলবে। কিন্তু সেটা তিনি করে যেতে পারেননি। তার এই কাজটি শেষ করাই আমাদের একমাত্র পথ।’

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা হয়তো আজ শারীরিকভাবে আমাদের মধ্যে নেই, তবে তার যে আকাঙ্ক্ষা সেটা আমাদের পূরণ করতে হবে। তার অস্তিত্ব বাঙালির রন্ধ্রে-রন্ধ্রে আছে। একসময় তাকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেটা মুছে ফেলতে পারেনি। সত্যকে মোছা যায় না।’

Share this post

scroll to top