জনগণ এগিয়ে এলে আমরা সফল হবো: আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, জনগণ যখন এগিয়ে আসবে, এলাকবাসী যখন নিজেদের এলাকাকে নিরাপদ রাখতে সহায়তা করবে, তখনই আমরা সফল হবো।

বুধবার (১৭ জুন) পরীক্ষামূলকভাবে চলমান লকডাউন করা এলাকা পূর্ব রাজাবাজার পরিদর্শনের সময় আতিকুল ইসলাম এ কথা বলেন। এসময় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এবং স্থানীয় কাউন্সিলর ফরিদুর রহমান উপস্থিত ছিলেন।

আতিকুল ইসলাম বলেন, আমরা শুরু থেকেই নিয়মিত এই এলাকাটি (পূর্ব রাজাবাজার) গভীরভাবে পর্যবেক্ষণ করছি। খোঁজ রাখছি।

তিনি বলেন, আমরা টেকনিক্যাল কমিটিকে বলেছি, নতুন যে জোনিং করা হচ্ছে, সেটি কীভাবে আরও সুনির্দিষ্ট করা যায়, স্বাস্থ্য অধিদপ্তর সে বিষয়ে কাজ করছে। আমরা আশাবাদী, তবে এই মুহূর্তে আমাদের দরকার, সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসা। সাধারণ জনগণ যখন এগিয়ে আসবে, এলাকাবাসী যখন নিজেদের এলাকাকে নিরাপদ রাখতে সহায়তা করবে, তখনই আমরা সফল হবো। আমাদের কাউন্সিলর, সেনাবাহিনী, পুলিশ, সিটি কপোরেশন সবাই একযোগে কাজ করছে।

আমি বিশ্বাস করি, আমরা পরবর্তীতেও যেসব এলাকা লকডাউন করবো, সেসব এলাকার জনগণ যদি আমাদের নির্দেশনা মেনে চলে, আমাদের সহায়তা করে তবে, আমরা নিজেরা রক্ষা পাবো, জনগণ রক্ষা পাবে, রক্ষা পাবে পুরো বাংলাদেশ, বলেন আতিকুল ইসলাম।

Share this post

scroll to top