ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের রোকন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ত্যাগী ছাত্রনেতা রোকনউজ্জামান রোকন।

রোকনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার সদর উপজেলায়। তিনি গত বছরের ২৬ অক্টোবর বিএনপির পার্টি অফিস থেকে গ্রেপ্তার হন। এরপর ১৭ নভেম্বর জামিন পেয়ে ১৯ নভেম্বর তিনি জেল থেকে মুক্তি পান। ক্লিন ইমেজের সাথে ছাত্র রাজনীতি করলেও বারবার পদবঞ্চিত হয়েছেন। এরপর দলের নেতারা ত্যাগী ছাত্রনেতা হিসেবে তাকে মূল্যায়ন করে কেন্দ্রিয় ছাত্রদলেকমিটির সহ-সভাপতি নির্বাচিত করেন বলে জানা যায়।

রোকনউজ্জামান রোকন বলেন, তারুন্যর অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ছাত্রদলের সংগ্রামী সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবন ও বিপ্লবী সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এবারের কমিটিতে ত্যাগী,কারানির্যাতিত ছাত্রনেতাদের বিশেষ ভাবে মূল্যায়ন করেছেন।

Share this post

scroll to top