ছাত্রদলের কাউন্সিলে আদালতের নিষেধাজ্ঞা

জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠানে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ছাত্রদলের সাবেক সহ ধর্ম ষয়ক সম্পাদক আমান উল্লাহ ঢাকার ৬ষ্ঠ সহকারী জজ আদালতে এ বিষয়ে একটি মামলা করলে আদালত নিষেধাজ্ঞা জারি করে। একইসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ নেতাকে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে।

বিএনপির আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার নিষেধাজ্ঞার খবর নিশ্চিত করে বলেন, আমান উল্লাহ নামে এক ব্যক্তি মামলাটি করেছেন। যিনি ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছিলেন; কিন্তু তিনি বাদ পরায় মামলার বিবরণীতে অন্যায়ভাবে অধিকার ক্ষুন্ন করা হয়েছে বলে উল্লেখ করেছেন। বিষয়টির সুরাহা চেয়েছেন তিনি।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ষষ্ঠ কাউন্সিল আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে সভাপতি পদে ৮ জন ও সাধারণ সম্পাদক পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

Share this post

scroll to top