চুলের খোঁপার মধ্যে রাখা ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে পটুয়াখালী শহরের একটি বাসায় অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ সোহেল সিকদার নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বনানী এলাকায় সোহেল সিকদারের বাসায় অভিযান চালানো হয়। এ সময় তার বাসায় ব্যবহৃত কাপড়ের র্যাকে রাখা স্ত্রীর চুলের কৃত্রিম খোঁপায় মোড়ানো ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে সোহেলকে আটক করা হয়।