চাল বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন বোররচর হেল্পলাইন

বোররচরপ্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে করোনায় অভাবগ্রস্ত মানুষের যাতে কষ্ট না হয় সেজন্য চাল বিতরণের নির্দেশ দিয়েছেন। সেই হুকুম মত ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় প্রতিটি থানায় নির্বাহী অফিসাররা চাল বিতরণ করে। ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমানের তত্তাবধানে ৩ নং বোররচর ইউনিয়ন এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শওকত আলী ত্রান ব্যবস্থা করেন। গত ১৭ ও ১৮ এপ্রিল ইউনিয়নের বনপাড়া, জাফর মন্ডলেরপাড়া, মৃধাপাড়া, বৈঠামারি, চর রাঘবপুর/৮ ও চর রাঘবপুর /৯ ওয়ার্ডে ত্রান-সাহায্য বিতরণ করা হয়। বাকী ৩ টি ওয়ার্ড পরবর্তী পযার্য়ে দেওয়া হবে। সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদে বোররচর হেল্পলাইন এর ভলান্টিয়ার ও উপজেলা সেচ্ছাসেবীরা সুষ্ঠু ভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে লাইন এর মাধ্যমে ৫ কেজি করে চাল বিতরণ করে। চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫ কেজি করে চাল দিয়ে উদ্বোধন করেন। পরে সেচ্ছাসেবীরা সারাদিন ত্রান বিতরণে সহযোগিতা করে। ত্রান বিতরণে উপস্থিত ছিলেন, ইউনিয়ন সচিব, ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ,গ্রাম প্রতিরক্ষার সদস্য বৃন্দ, গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং বিভিন্ন দলের রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

Share this post

scroll to top