চট্টগ্রাম থেকে ময়মনসিংহে ৩৬০০ লিটার হাঙ্গরের তেল পাচারের সময় গ্রেপ্তার ৩

shark_oilসমুদ্র থেকে হাঙর ধরে এনে হত্যার পর কক্সবাজারের কুতুবদিয়ায় অবৈধভাবে সেগুলো প্রক্রিয়াজাত করে তেল বের করে ময়মনসিংহে নিয়ে আসার পথে ৩৬০০ লিটার হাঙ্গর মাছের তেলসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)।

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকা থেকে শনিবার রাতে ট্রাকে করে তেল পাচারের সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—রাশেদ (৩২), কাজী সোয়েল (৩২) ও সাগর (২৭)। কুতুবদিয়ায় এদের একজনের বাড়ি এবং বাকি দুজনের বাড়ি কুমিল্লায়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি তারেক আজিজ বলেন, ‘সমুদ্র থেকে হাঙর ধরে এনে হত্যার পর কক্সবাজারের কুতুবদিয়ায় অবৈধভাবে সেগুলো প্রক্রিয়াজাত করে তেল বের করে একটি চক্র। এই তেল ড্রামে করে পাচার করা হয়।’

তিনি বলেন, এরা ট্রাকে করে ময়মনসিংহে তেল নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ট্রাক আটকে তল্লাশি চালিয়ে তিন হাজার ৬০০ লিটার তেল পাওয়া যায়। এই তেলের বাজার মূল্য ২১ লাখ টাকা। অভিযানের সময় কাদের নামের একজন পালিয়ে যান। তিনিই মূলত দেশের বিভিন্ন জায়গায় এই তেল পাচারের কাজ করতেন। বিপন্ন প্রজাতির প্রাণী হত্যা ও বিক্রির অভিযোগে তিন জনের বিরুদ্ধে চট্টগ্রাম কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

Share this post

scroll to top